পর্যটকদের জন্য জ্যোত্‍স্নালোকে তাজমহল দেখার নতুন ভিউ পয়েন্ট

পূর্ণিমার রাতে তাজমহল দেখার আগ্রহ সব পর্যটকদের মধ্যেই থাকে। তাই তাঁদের জন্যই জ্যোত্‍স্নালোকে তাজ মহল দেখার নতুন সুযোগ করে দিল উত্তর প্রদেশ সরকার। ফের নতুন করে তৈরি করা হয়েছে ভিউ পয়েন্ট। যেখান থেকে রাতে এবং ভোরবেলা তাজ মহলের শোভা দেখতে পারবেন পর্যটকরা। শনিবার আগ্রায় এই নতুন ভিউ পয়েন্টের উদ্বোধন করেন গিরিরাজ সিং ধর্মেশ। ভিউ পয়েন্টটির নাম দেওয়া হয়েছে মেহতাব বাগ তাজ। আগ্রা উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈরি হয়েছে এই ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের প্রবেশ মূল্য রাখা হয়েছে মাত্র ২০ টাকা। এই টিকিট কেটে এখানে তিন ঘণ্টা থাকতে পারবে পর্যটকরা। সকাল ৭টা থেকে ১০টা এবং রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে মেহতাব বাগ তাজ ভিউ পয়েন্ট।

আরও পড়ুন-এক নারী, দো তরোয়ারি!

 

Previous articleএবার রাজ্যপাল : কেউই যেন লক্ষণরেখা না পেরোয়
Next articleপিঙ্ক টেস্টের আগে টাইগার বধ করে বিরাট জয় ভারতের