আগে টি-২০ সিরিজ আর এখন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বিরাট ব্যবধানে জিতে ফেলেছে ভারত। কার্যত দু’দিন বাকি থাকতে ইন্দোরে এক ইনিংস ও ১৩০ রানে বাংলাদেশকে হারিয়ে জয় পেয়েছে কোহলি ব্রিগেড। আর তাই স্বভাবতই খুশির হাওয়া বইছে ভারতীয় ড্রেসিং রুনে। আর বিরাটদের এই দুরন্ত জয়কে কুর্নিশ জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।

নিজের ট্যুইটারে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে ভিভিএস লিখেছেন, ‘আরও একটি উত্তেজক ও উপভোগ্য ম্যাচ দেখলাম। যেখাবে দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স দেখা গিয়েছে। তিন ফাস্ট বোলারের দুর্দান্ত পারফরম্যান্স দেখল গোটা ক্রিকেট বিশ্ব। এই জয় সম্পূর্ণভাবে একটা দলগত সাফল্য। অভিনন্দন টিম ইন্ডিয়া।’ ভিভিএসের এই ট্যুইটকে আবার রিট্যুইট করেছে বিসিসিআই।


One more comprehensive win for Team India. While the batting was excellent, it was very exciting to see the way the three Indian quick bowlers intimidated the batsmen. Complete team performance. #INDvBAN @StarSportsIndia
— VVS Laxman (@VVSLaxman281) November 16, 2019