সারা বছর রাজনীতির কাজে এই জেলা থেকে আর এক জেলা ছুটতে হয়। সঙ্গে আছে খাদ্য দফতরে কাজ। সেখান থেকে সময় বার করে হোমের ছোট ছোট শিশুদের সঙ্গে নিজের ৬১তম জন্মদিন পালন করলেন খাদ্যমন্ত্রী জোত্যিপ্রিয় মল্লিক।

রবিবার, সকালে হাবড়া বাণীপুর হোমের শিশুদের সঙ্গে কেক কাটেন তিনি। শিশুদের মিষ্টিমুখের পাশাপাশি শীত বস্ত্র উপহার দেন। জ্যোতিপ্রিয় মল্লিক প্রতিশ্রুতি দেন, এবার থেকে প্রত্যেক বছর তাঁর জন্মদিন এই শিশুদের সঙ্গেই পালন করবেন। হোমের আবাসিক এবং দায়িত্বে থাকা শিক্ষিকারা মন্ত্রীমশাইয়ের এই ব্যবহারে আপ্লুত।
আরও পড়ুন-বাঁশবেড়িয়া কার্তিকপুজোতেও থিমের ছোঁয়া
