Friday, May 9, 2025

শীতকালীন অধিবেশন সুস্থ ভাবে চলতে দেওয়ার আর্জি মোদির

Date:

Share post:

সোমবার সংসদের ২৫০তম অধিবেশনের প্রথম দিনে রাজ্যসভায় একথা বলেন তিনি। শীতকালীন অধিবেশন সুস্থ ভাবে চলতে দেওয়ার আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন তাঁর বক্তব্যে সংসদের গরিমা স্মরণ করেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘রাজ্যসভায় দেশের প্রতিটি রাজ্যের প্রতিনিধিত্ব রয়েছে। দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের আত্মা এই রাজ্যসভা।’ একই সঙ্গে রাজ্যসভায় যে সব যুগান্তকারী বিল পাশ হয়েছে তারও উল্লেখ করেন তিনি। তিন তালাক বিরোধী বিল পাশ রাজ্যসভার পরিণতমনস্কতার পরিচয় বলে উল্লেখ করেন তিনি।

এদিন মোদি স্মরণ করান, সংসদের অধিবেশন যাতে বাধাহীনভাবে চালানো হয়। তিনি বলেন, ‘এনসিপি ও বিজেডি সংসদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের সাংসদরা কখনও ওয়েলে নেমে বিক্ষোভ দেখাননি। তাতে তাদের রাজনৈতিক উত্থানে কোনও সমস্যা হয়নি। আমাদের তাদের কাছ থেকে শেখা উচিত। আমার নিজের দলকেও বলব, ওদের দেখে শেখো।’ প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে বিরোধিতা থাকবেই। তীব্র বিতর্কের মাধ্যমে তার সুরাহা খোঁজা যেতে পারে। কিন্তু সংসদের অধিবেশন অচল করে কোনও সমাধান মিলবে না।’

সংসদ থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংবাদিকদের জানান, সংসদের গত অধিবেশনেও তিনি আরও উচ্চমানের বিতর্ক আশা করেছিলেন যেখানে সব সাংসদ যোগ দেবেন। এ দিনও তিনি বিরোধীদের উদ্দেশে একই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমি চাই সেরা বিতর্ক এবং আশা করব প্রতিটি দলই গঠনমূলক ও স্বতঃপ্রণোদিত ভাবে যোগ দেবেন, যা তাঁরা গত অধিবেশনে করেছিলেন। ২০১৯ সালে এটাই সংসদের শেষ অধিবেশন। এই অধিবেশন বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ, কারণ এবারই রাজ্যসভার ২৫০তম অধিবেশেন। এই অধিবেশনের মধ্যেই পড়ছে ২৬, যে দিন আমরা সংবিধান দিবস পালন করব, সংবিধান পূর্ণ করবে ৭০ বছর।”

আরও পড়ুন-ছাড়া পেলেন নুসরত, থানায় অভিযোগ হাসপাতালের

 

spot_img

Related articles

রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি! এসটিএফ-এর জালে ২ যুবক

পেহেলগাম জঙ্গি হামলার জেরে গোটা দেশে ব্যাপক সতর্কতা জারি। রাজ্যেরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী...

অপারেশন ‘সিন্দুর’- এর সেনাদের সম্মান জানাতে কর্ণাটকে মসজিদ-মন্দিরে একযোগে প্রার্থনা

পেহেলগাম হামলার পাল্টা জবাবে ভারতের চালানো 'অপারেশন সিন্দুর' সারা দেশ জুড়ে ব্যাপক সমর্থন পেয়েছে। ভারতীয় সেনাদের সাহসিকতায় দেশবাসীর...

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যার প্রতিশোধ ভারতই নিয়েছে: ব্যাখ্যা বিক্রমের

পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের (JeM) হাতে নৃশংসভাবে খুন হন মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল। ২০০২ সালের সেই ঘটনায়...

আইপিএল স্থগিত, ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের ফেরানোর ব্যবস্থা বোর্ডের

এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত হয়ে গিয়েছে। ঝুঁকি নিচ্ছে না বিসিসিআই(BCCI)। দেশিয়দের সঙ্গে বিদেশি ক্রিকেটারদেরও(Foreign Cricketers) দেশে ফেরানোর...