Wednesday, November 19, 2025

শীতকালীন অধিবেশন সুস্থ ভাবে চলতে দেওয়ার আর্জি মোদির

Date:

Share post:

সোমবার সংসদের ২৫০তম অধিবেশনের প্রথম দিনে রাজ্যসভায় একথা বলেন তিনি। শীতকালীন অধিবেশন সুস্থ ভাবে চলতে দেওয়ার আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন তাঁর বক্তব্যে সংসদের গরিমা স্মরণ করেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘রাজ্যসভায় দেশের প্রতিটি রাজ্যের প্রতিনিধিত্ব রয়েছে। দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের আত্মা এই রাজ্যসভা।’ একই সঙ্গে রাজ্যসভায় যে সব যুগান্তকারী বিল পাশ হয়েছে তারও উল্লেখ করেন তিনি। তিন তালাক বিরোধী বিল পাশ রাজ্যসভার পরিণতমনস্কতার পরিচয় বলে উল্লেখ করেন তিনি।

এদিন মোদি স্মরণ করান, সংসদের অধিবেশন যাতে বাধাহীনভাবে চালানো হয়। তিনি বলেন, ‘এনসিপি ও বিজেডি সংসদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের সাংসদরা কখনও ওয়েলে নেমে বিক্ষোভ দেখাননি। তাতে তাদের রাজনৈতিক উত্থানে কোনও সমস্যা হয়নি। আমাদের তাদের কাছ থেকে শেখা উচিত। আমার নিজের দলকেও বলব, ওদের দেখে শেখো।’ প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে বিরোধিতা থাকবেই। তীব্র বিতর্কের মাধ্যমে তার সুরাহা খোঁজা যেতে পারে। কিন্তু সংসদের অধিবেশন অচল করে কোনও সমাধান মিলবে না।’

সংসদ থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংবাদিকদের জানান, সংসদের গত অধিবেশনেও তিনি আরও উচ্চমানের বিতর্ক আশা করেছিলেন যেখানে সব সাংসদ যোগ দেবেন। এ দিনও তিনি বিরোধীদের উদ্দেশে একই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমি চাই সেরা বিতর্ক এবং আশা করব প্রতিটি দলই গঠনমূলক ও স্বতঃপ্রণোদিত ভাবে যোগ দেবেন, যা তাঁরা গত অধিবেশনে করেছিলেন। ২০১৯ সালে এটাই সংসদের শেষ অধিবেশন। এই অধিবেশন বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ, কারণ এবারই রাজ্যসভার ২৫০তম অধিবেশেন। এই অধিবেশনের মধ্যেই পড়ছে ২৬, যে দিন আমরা সংবিধান দিবস পালন করব, সংবিধান পূর্ণ করবে ৭০ বছর।”

আরও পড়ুন-ছাড়া পেলেন নুসরত, থানায় অভিযোগ হাসপাতালের

 

spot_img

Related articles

বিয়েবাড়িতে সলমনের সিগনেচার স্টেপ হুবহু নকল শাহরুখের! স্টারডম ভুলে মঞ্চ কাঁপালেন দুই ‘খান’

নয়ের দশকের করণ- অর্জুন ২০২৫ সালে এসেও যে একই ভাবে বন্ধুত্ব বজায় রাখতে জানেন তার প্রমাণ মিলল দিল্লির...

নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন কল্যাণময়ের

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার শিক্ষক নিয়োগ মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। বুধবার...

মানিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে কোর্টের অনুমতি

নিয়োগ মামলায় তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু...

অভিযোগ-পাল্টা অভিযোগ! এবার আনন্দ বোসের বিরুদ্ধে থানায় FIR দায়ের কল্যাণের

রাজভবনে (Raj Bhavan) বোমা-বন্দুক মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন...