কোন সতর্কবার্তা দিল হোয়াটসঅ্যাপ?

হ্যাকার হানা থেকে গ্রাহকদের সতর্ক করতে বার্তা দিল হোয়াটসঅ্যাপ। কী সেই সতর্কবার্তা? বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে কোনও অচেনা নম্বর থেকে আসা এমপি৪ ফাইল ডাউনলোড করবেন না। এধরনের ফাইল ডাউনলোড করলে আপনি হ্যাকারদের ফাঁদে পড়তে পারেন। চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য। খোদ হোয়াটসঅ্যাপই এখন হ্যাকারদের থেকে বাঁচতে সাবধান করছে গ্রাহকদের। সংস্থার দাবি, এই এমপি৪ ফাইলের মাধ্যমে ফোনে ঢুকে যেতে পারে ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসের মত একটি স্পাইওয়্যার। এই স্পাইওয়্যারের মাধ্যমে হ্যাকাররা আপনার উপর নজরদারি চালাবে, হাতিয়ে নেবে ব্যক্তিগত তথ্য। অতএব সাবধান!

আরও পড়ুন-মহারাষ্ট্র নিয়ে আজ সোনিয়া-পাওয়ার বৈঠক

 

 

Previous articleসার্কাসের তাঁবুতে আগুন, মৃত বেশ কয়েকটি পাখি
Next articleখাবেন নাকি ‘পরিণীতি বাটার মশালা’র সঙ্গে ২-৪টে ‘শাহরুখ নান’