সার্কাসের তাঁবুতে আগুন, মৃত বেশ কয়েকটি পাখি

আগুন লেগে পুড়ে ছাই সার্কাসের তাঁবু। আর তারে জেরে মৃত্যু হল খাঁচা বন্দি বেশ কয়েকটি পাখির। রবিবার, গভীর রাতে হাওড়ার সলপে সার্কাসের তাঁবুতে আচমকা আগুন লাগে। শেষরাতে সবাই ঘুমিয়ে পড়ায়, বিষয়টি নজরে আসতে সময় লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। জ্বলতে থাকে গোটা তাঁবু। দমকলের পাঁচটি ইঞ্জিনের প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে সবাই ব্যস্ত হয়ে পড়ায় তাঁবুর পিছনদিকে খাঁচায় বন্দি ম্যাকাওদের উদ্ধার করা হয়নি। অগ্নিদগ্ধ হয়েই মারা যায় পাখিগুলি।
কার্তিক পুজোর রাতে এলাকায় প্রচুর আতশবাজি ফাটানো হয়। তার ফুলকি ছিটকে পড়েই তাঁবুতে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।

আরও পড়ুন-রাজ্যের হেঁসেলে এবার রসগোল্লা-পান্তুয়া

 

Previous articleমহারাষ্ট্র নিয়ে আজ সোনিয়া-পাওয়ার বৈঠক
Next articleকোন সতর্কবার্তা দিল হোয়াটসঅ্যাপ?