‘আমরা যখন হিন্দুত্বের কথা বলেছি, তখন আপনাদের জন্মই হয়নি, বিজেপিকে তোপ শিবসেনার

একতরফা সিদ্ধান্ত নিয়ে NDA ছেড়েছে শিবসেনা৷ বিজেপি-র এই অভিযোগের জবাব দিলো শিবসেনা৷

শিবসেনা মুখপত্র ‘সামনা’য় হিন্দুত্ব ইস্যুতে বিজেপি-কে বড়সড় তোপ দেগেছে শিবসেনা৷ ‘সামনা’র সম্পাদকীয়তে বিজেপি-কে শিবসেনার আক্রমণ, “আমরা যখন হিন্দুত্বকে সমর্থন করেছি, তখন আপনাদের অনেকের জন্মই হয়নি৷”

‘সামনা’য় শিবসেনা লিখেছে, ‘আপনারা যদি ভাবেন, আমরা NDA-র বিরুদ্ধে হেঁটেছি, তা হলে NDA-র বৈঠকে কেন তা আলোচনা করছেন না? নীতিশ কুমার বা মেহবুবা মুফতির সঙ্গে হাত মেলানোর আগে বিজেপি কি NDA-র অনুমতি নিয়েছিল?’

এরপরই ২০০২ সালের গুজরাত দাঙ্গার সময় তত্‍কালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রয়াত শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের সম্পর্ক টেনে শিবসেনা বলেছে, ‘যে দিন সবাই মোদির বিরুদ্ধে চলে গিয়েছিল, তখন বালাসাহেব একমাত্র ব্যক্তি, যিনি মোদিকে বাঁচিয়েছিলেন৷ এবং আজ বালাসাহেব ঠাকরের মৃত্যু বার্ষিকীতে, আপনারা শিবসেনাকে NDA থেকে বার করে দিচ্ছেন?’

ভোটের ফল প্রকাশের পর ২৫ দিন কেটে গিয়েছে৷ এখনও সরকার গঠন করা হয়নি মহারাষ্ট্রে৷ রাষ্ট্রপতি শাসন চলছে রাজ্যে৷ বিজেপি আগেই জানিয়ে দিয়েছে, তাদের সরকার গঠন করার মতো বিধায়ক নেই৷ এ বার শিবসেনার সঙ্গে জোট করে কংগ্রেস ও NCP সরকার গঠন করবে কি না, সেটাই প্রশ্ন৷

আরও পড়ুন-এয়ার ইন্ডিয়া, বিপিএলই নয়; সেইল, বেঙ্গল কেমিক্যাল-সহ ২৮ সংস্থা বিক্রি করছে কেন্দ্র

 

Previous articleএয়ার ইন্ডিয়া, বিপিএলই নয়; সেইল, বেঙ্গল কেমিক্যাল-সহ ২৮ সংস্থা বিক্রি করছে কেন্দ্র
Next articleসিয়াচেনে তুষারধসে মৃত্যু ৪ জওয়ান সহ ৬ জনের