মহারাষ্ট্রের মহা-নাটকের মধ্যেই আজ প্রধানমন্ত্রী-পাওয়ার বৈঠক

একদিকে শিবসেনা যখন মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে বিজেপিকে শিক্ষা দিতে দ্রুত এনসিপি ও কংগ্রেসের সমর্থনে মহারাষ্ট্রে সরকার গঠনের, তখন পরিকল্পিতভাবে কিছুটা ‘ধীরে চলো’ নীতি নিয়েছেন শারদ পাওয়ার, সোনিয়া গান্ধী। শিবসেনা, এনসিপি ও কংগ্রেস এই তিন দলের জোট গঠনে পোড় খাওয়া মারাঠি নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পাওয়ারের উপর অনেকটাই নির্ভরশীল উদ্ধব ঠাকরের দল। অথচ তাঁর ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, পাওয়ার কি সত্যিই বিজেপিকে চটিয়ে শিবসেনার সঙ্গে জোট করবেন?

এরই মধ্যে আবার শিবসেনার রক্তচাপ বাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শারদ পাওয়ার। আজ বিকেলে সংসদ ভবনেই মোদি-পাওয়ার বৈঠক হওয়ার কথা। প্রকাশ্যে বলা হচ্ছে, মহারাষ্ট্রে কৃষকদের দুরবস্থা ও সমস্যা নিয়ে আলোচনার জন্যই বৈঠক। কিন্তু সেখানে যে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হবে তা শিবসেনা নেতারাও জানেন। তাই আজকের এই বৈঠক নিয়ে কৌতূহল ও চাপ দুইই রয়েছে শিবসেনা শিবিরে।

আরও পড়ুন-লস্করের টার্গেট, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে কলকাতায় বিরাট

 

Previous article‘ইডেন বেল’ বাজাবেন হাসিনা-মমতা, সোনার কয়েনে টস
Next articleকঙ্কালসার ডিভাইডার, নিয়ম ভেঙেই ছুটছে গাড়ি