সরকারি অফিসারের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা ছাড়তে দেরি করেছেন। বারবার বলে সুরাহা না হওয়ায় রাগ মেটাতে তাঁর অফিসে এসে গালে কষিয়েছেন জোরাল এক থাপ্পড় স্থানীয় তৃণমূল নেতা। আর এই ঘটনার পরেই সেই অফিসার নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। মুখ খুলতে চাইছেন না। অফিসেও যাচ্ছেন না। ঘটনা প্রকাশ্যে আসার পরে তোলপাড় শুরু হতেই সেই তৃণমূল নেতা জানান, পুরো ঘটনাটি মিথ্যা, মস্তিষ্কপ্রসূত। এমন কোনও ঘটনা ঘটেনি। ঘটনা জানাজানি হওয়ার পরে স্থানীয় ভিডিওর কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেলাশাসক।
