২৫টি ভ্রূণ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাবড়ার উপনে বটতলা এলাকার। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে জলাশয়ে মাছ ধরছিলেন কয়েকজন। সে সময় একটি বস্তা দেখে সন্দেহ হয় তাঁদের। খুলতেই বেরিয়ে পরে প্রায় পঁচিশটি কৌটো। প্রত্যেকটি কৌটোতে নাম লেখা ছিল। কৌটো খুললে ভ্রূণগুলি দেখা যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে হাবড়া থানার পুলিশের অনুমান, কোনও নার্সিংহোম অবৈধ গর্ভপাত করার পরে সেগুলি ফেলে দিয়ে গিয়েছে।
