অজানা পোকার কামড়ে বধূর মৃত্যু, এলাকায় আতঙ্ক

ডেঙ্গির মশা, স্ক্রাব টাইফাসের মধ্যে অজানা পোকার কামড়ে মৃত্যু হল এক মহিলার। বৈদ্যবাটির বৈদ্যপাড়া নিশীথ সেন সরণীর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কোন পোকার দংশনে মৃত্যু, তা এখনও জানা যায়নি।
গত ১৩ নভেম্বর সকাল দশটা নাগাদ কাশ্মীরের কর্মস্থল থেকে বাড়ি ফেরেন সিআরপিএফ জওয়ান সুজয় নন্দী। পরিবারের সকলের সঙ্গে কথা বলে, দুপুরে খেয়ে তিন বছরের ছেলেকে নিয়ে ঘুমোতে যান তিনি। এই সময়ে স্নানে যান তাঁর স্ত্রী সুদীপা। সেই সময়েই সুদীপার কব্জিতে বিষাক্ত কিছু কামড়ায় বলে পরিবার সূত্রে খবর। সঙ্গে সঙ্গে হাত ফুলে নীল হয়ে যায়। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে সুদীপার রক্তবমি শুরু হয়। সেখান থেকে শিশুমঙ্গল হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। তবে, সেখানে ভর্তি করা যায়নি। নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। কিন্তু সুদীপার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। এদিন দুপুরে মৃত্যু হয় সুদীপার। কিন্তু ঠিক কিসের কামড়ে এত তাড়াতাড়ি এত তীব্র বিষক্রিয়া, তা স্পষ্ট বুঝতে পারছেন না চিকিৎসকরা। ঘটনায় শোকস্তব্ধ তাঁর পরিবার। এলাকাতেও আতঙ্ক ছড়িয়েছে।

Previous articleসুস্থ নুসরত বসিরহাটে গিয়ে নেমে পড়লেন কাজে
Next article২৫টি ভ্রূণ উদ্ধারে চাঞ্চল্য হাবড়ায়