Wednesday, December 3, 2025

ভিক্টোরিয়া চত্বর থেকে বড়লাটদের মূর্তি সরাতে চায় কেন্দ্র

Date:

Share post:

দেশপ্রেমের হাওয়া এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ভিক্টোরিয়া থেকে প্রাক্তন বড়লাট ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি-সহ অন্য ব্রিটিশ কর্তাদের মূর্তিগুলো সরাতে চাইছে।পাকাপাকিভাবে সরানোর আগে ওইসব মূর্তি আপাতত বাইরের বাগানে সরানো নিয়ে ভাবছে দিল্লি। তবে মূর্তিগুলোর সাইজ এবং ওজন এতটাই বড় এবং ভারী যে শেষপর্যন্ত সরানোর ঝুঁকি নেওয়া হয়নি।মূর্তি ভেঙে যাওয়ার আশঙ্কায় সরানোর পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। এ ধরনের মূর্তি সরানোর পরিকাঠামোই কর্তৃপক্ষের নেই। সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরের প্রতিক্রিয়ায় প্রাক্তন

কেন্দ্রীয় সংস্কৃতি সচিব তথা প্রসার ভারতীর প্রাক্তন কর্ণধার জহর সরকার বলছেন, “শুধুমাত্র মূর্তি সরিয়ে কী হবে! আগে ভিক্টোরিয়া’র নাম বদলে সাভারকার মেমোরিয়াল বা ওই জাতীয় কিছু করা হোক”। জহরবাবুর বক্তব্য, “এইসব মূর্তির শিল্পগুন বোঝা দরকার। ইংরেজদের ওপর রাগ মেটানোর জন্য মূর্তি সরানো অর্থহীন। অবশ্য এদেশে এমনই হয়। বামফ্রন্ট আমলেও হয়েছে। এঁদের সবার সুবুদ্ধি হোক।”
বহুদিন বন্ধ থাকা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কয়েকটি গ্যালারি দর্শকদের জন্য খুলে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। গ্যালারির বিষয়বস্তুতে বদল এনে দর্শকদের সামনে আনার পরিকল্পনা রয়েছে মন্ত্রকের। যে গ্যালারিগুলো খুলতে চলেছে, তার মধ্যে রয়েছে একটি ‘প্যাট্রিয়টিক গ্যালারি’ বা দেশপ্রেম গ্যালারি। এই গ্যালারিতে একেবারে শুরু থেকেই রয়েছে ওয়ারেন হেস্টিং, লর্ড ওয়েলেসলি এবং লর্ড ডালহৌসির বিশাল মূর্তি। দেশপ্রেম গ্যালারিতে প্রাক্তন বড়লাটদের এমন মূর্তি একেবারেই বেমানান। কেন্দ্র নাকি ঠিক করেছে, জাতীয়তাবাদী ভাবধারা প্রচার করা হবে এই গ্যালারির মাধ্যমে। আবার এই মূর্তিগুলো যে অন্য কোথাও বসানো হবে, তেমন জায়গাও নেই। দিল্লির কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সূত্রে খবর, এই মূর্তিগুলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বাইরে বাগানে আনা যায় কি না, সেই বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বার কথা বলেছে দিল্লি।
যদিও ভিক্টোরিয়া কর্তৃপক্ষ কথা বলার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

spot_img

Related articles

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...

‘স্মৃতি’ হারিয়ে ভক্তিপথে পলাশ! প্রেমানন্দজী মহারাজের আশ্রমে হাজির বলিউড সুরকার

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানের (Smriti Mandhana) সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিয়ের...

ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন (Erosion) রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। বুধবার...

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার 

১০০ দিনের কাজ গ্রামীন আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর...