ঐতিহাসিক ইডেন টেস্টে ব্যর্থ মায়াঙ্ক

বাংলাদেশের বিরুদ্ধে ইন্দোর টেস্টে ক্যারিয়ার সেরা ২৪৩ রানের ইনিংস দুরন্ত ইনিংস খেলেছিলেন মায়াঙ্ক আগারওয়াল। তবে ইডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থতা সঙ্গী হলো ভারতীয় ওপেনারের। এবার দ্রুত তাঁকে সাজঘরের পথ দেখালো বাংলাদেশ। ৫ বছর পর বাংলাদেশের হয়ে টেস্টে ফেরা আল আমিন হোসেন প্রবল চাপের মুখে দলকে এনে দিলেন প্রথম উইকেট।

অফ স্টাম্পের বাইরে থাকা ডেলিভারি স্টিয়ার করে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে পাঠাতে চেয়েছিলেন মায়াঙ্ক। কিন্তু বেশি জোরের ওপর খেলতে গিয়ে মিস টাইমিংয়ে করে বসেন। ব্যাটের কানায় লেগে বল যায় গালিতে। তাঁর ক্যাচ তালুবন্দি করেন মেহেদি হাসান মিরাজ।

১৪ রানে ফেরেন মায়াঙ্ক। তিনি আউট হলেরোহিত শর্মার সঙ্গী এখন চেতেশ্বর পুজারা।

Previous articleসংসদে ‘অসত্য’ ভাষণ বিজেপি-র, ক্ষুব্ধ সুদীপ চিঠি দিলেন অধ্যক্ষকে
Next articleটি ব্রেকের পরই সাজঘরে রোহিত