সকাল থেকেই কলকাতা দখল ক্রিকেটপ্রেমীদের

গোলাপি টেস্ট নিয়ে শহর কলকাতা মাতোয়ারা। শুক্রবার সকাল থেকেই কলকাতা বিমানবন্দরে তারকা’র মেলা বসে যায়। একের পর এক আসতে শুরু করেন সানিয়া মির্জা, শচীন তেন্ডুলকার, ভেঙ্কটেশ প্রসাদ, মেরি কম-সহ তারকারা। সকাল সাড়ে দশটা নাগাদ বিমানবন্দরে চলে আসেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলাদেশ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আসেন। অন্যদিকে সকাল ন’টা থেকেই ধর্মতলা চত্বর ক্রীড়াপ্রেমীরা দখল করে নেন। ভারতের জার্সি গায়ে দিয়ে অসংখ্য তরুণ মাঠে প্রবেশ করতে থাকে। দিনরাত টেস্ট কেমন হয় তা দেখার জন্য আগ্রহ তুঙ্গে। বিদেশ থেকে প্রচুর সাংবাদিক এসেছেন। সব মিলিয়ে কলকাতা আজ ক্রিকেটের দখলে।