বৈশাখীর অধ্যক্ষ হওয়ার পথে ‘কাঁটা’ সরিয়ে দিলেন পার্থ

যে চাকরি তিনি একসময় রাগে-দুঃখে ছাড়তে চেয়েছিলেন, সেই মিলি আল আমিনের অধ্যক্ষ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেলেন শোভনবান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সৌজন্যে অবশ্যই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

শুক্রবার সকালেই বিকাশ ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের অফিসে চলে আসেন বৈশাখী। মিনিট কুড়ি বৈঠক করেন। বৈঠক থেকে বেরিয়ে এসে বৈশাখী বলেন, কলেজ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আশা করি দ্রুত সমস্যা মিটবে। পার্থ চট্টোপাধ্যায় বলেন, হ্যাঁ বৈশাখী এসেছিল, কথা হয়েছে। আমি কলেজের গভর্নিং বডি তৈরি করার ব্যবস্থা করে দিয়েছি। গভর্নিং বডি তৈরি হয়ে গেলে টিচার ইনচার্জ থেকে বৈশাখীর অধ্যক্ষ হওয়ার ক্ষেত্রে মনে হয় কোনও বাধা থাকবে না। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন বৈশাখীর অধ্যক্ষ হওয়ার পথে যে যে ‘কাঁটা’ ছিল, তা তিনি এদিন দায়িত্ব নিয়ে সরিয়ে দিয়েছেন।

Previous articleসকাল থেকেই কলকাতা দখল ক্রিকেটপ্রেমীদের
Next articleলোকসভায় জোট না করে ভুল করেছিলাম, খড়্গপুরে প্রকাশ্য স্বীকারোক্তি সূর্যর