আহারে এবং অনাহারে, বাংলার দুই মুখ দেখল বিধাননগর

বিধাননগরে অদ্ভুত সহাবস্থান। করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে। একদিকে “আহারে বাংলা”। খাবারের উৎসব। কাতারে কাতারে মানুষ। সবরকম খাদ্যবস্তুর উৎসব। ঠিক তার গায়েই পার্শ্বশিক্ষকদের অনশনমঞ্চ। সেখানে অনাহার।

মঞ্চের পাশ দিয়েই আহারে বাংলাতে যাচ্ছেন বহু মানুষ, ফিরছেন হাতে পার্সেল নিয়েও। চলছে জমজমাট গানবাজনা। আর অনাহারের মঞ্চে বক্তৃতা, শ্লোগান। যাঁরা খাবারের উৎসবে, তাঁরা দেখতে পাচ্ছেন গ্রিলের বেড়ার ওপাশে ময়লা ছাউনিতে অনশন। যাঁরা অনশনে, তাঁরাও দেখছেন ওপাশে সপরিবার আহারের উৎসব।

অপূর্ব বাংলা।

বেনজির বাংলা।

রাজনীতি সচৃতন বাংলা।

ফেসবুক বিপ্লবী বাংলা।

Previous articleরাত পোহালেই টানটান উত্তেজনায় তিন কেন্দ্রে উপনির্বাচন, আগ্রহ তুঙ্গে রাজনৈতিক মহলের
Next article50 বিধায়ককে নিয়ে এনসিপি এক হোটেল থেকে আরেক হোটেলে