162 নাকি 137, মহা-প্যারেডের পর প্রশ্ন

আজ হোটেলের বলরুমে শপথগ্রহণে 162 জন বিধায়ক উপস্থিত ছিলেন বলে দাবি শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের। কিন্তু সংখ্যাটা 162 নাকি 137 এই প্রশ্নও উঠতে শুরু করেছে। কারণ এবারের নির্বাচিত বিধায়কদের সঙ্গে একাধিক সাংসদ ও বিধান পরিষদের সদস্যরাও হলরুমে উপস্থিত ছিলেন। আলাদা করে নবনির্বাচিত বিধায়কদের হেড কাউন্ট করা হয়নি বা নাম ধরে মেলানো হয়নি। বিধায়কদের স্বাক্ষর নিয়েও সংখ্যা মেলানো হয়নি। সেক্ষেত্রে 162 জন বিধায়কের উপস্থিতির কথা নেতারা বললেও সংখ্যাটা আসলে কত তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

Previous articleক্রশ ভোটিং করব না, শপথ 162 বিধায়কের
Next article‘লাথিটা বিজেপির না জনগণের’! জয়প্রকাশ ইস্যুতে মন্তব্য পার্থের, কটাক্ষ মুকুলকেও