মহা-প্যারেডের মাধ্যমে শক্তি প্রদর্শন করে বিজেপির উপর পাল্টা চাপ তৈরি করতে চায় তিন দলের জোট। অজিত পাওয়ারের যে চিঠির ভিত্তিতে ফড়নবিশ সরকার গঠিত হয়েছে সেই এনসিপি বিধায়করা মহা-প্যারেডে অংশ নেবে বলে জানা যাচ্ছে। সন্ধে সাতটা নাগাদ প্যারেড হবে মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে। বিভিন্ন দলের বিধায়কদের বাস হোটেলে ঢুকতে শুরু করেছে। আজকের এই প্যারেডে শিবসেনা, কংগ্রেস, এনসিপির 162 জন বিধায়ক উপস্থিত থাকার কথা। এই সংখ্যা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়েও বেশি। তারা এখানে সমবেতভাবে জোট সরকার গড়ার ঘোষণা করবেন। ফলে মহারাষ্ট্রের মহা-নাটক ঘিরে এখন টানটান উত্তেজনা। চাপ বাড়ছে দেবেন্দ্র ফড়নবিশের উপর।
