এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনলেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ

বারবার বুথের পাশে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। করিমপুর উপনির্বাচনে একটি ভোটগ্রহণ কেন্দ্রের এমনই অভিযোগ করেন তৃণমূল এজেন্ট। এরপর কর্তব্যরত সিআরপিএফ জওয়ান বুথ থেকে বের করে দেন জয়প্রকাশ মজুমদারকে। শুধু তাই নয়, ভোটগ্রহণ কেন্দ্রের ২০০মিটারের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হলেও আপত্তি জানান সিআরপিএফ জওয়ান।

এরপরই কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, ” আমি প্রার্থী। সব বুথে যাওয়ার অধিকার আমার আছে। এখানকার কেউ কোনও নিয়ম জানে না। বাহিনীও সেই নিয়ম জানে না। তৃণমূল প্রতিটা বুথের বাইরে জোর করে জয়ামেত করছে। সেটা দেখতেই আমি বুথে গিয়েছিলাম। আমার সঙ্গে কেউ ছিল না। আমি একাই বুথে ঢুকে ছিলাম।”

Previous articleবহিরাগত! দিলীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন খড়গপুরের তৃণমূল প্রার্থী
Next article‘ঘুষ নিই না’, দফতরে নোটিশ সরকারি কর্তার