‘ঘুষ নিই না’, দফতরে নোটিশ সরকারি কর্তার

সরকারি দপ্তরে ঘুষ নেওয়ার রীতি বন্ধ করতে বেনজির উদ্যোগ তেলেঙ্গানার এক পদস্থ সরকারি অফিসারের৷ সরকারি অফিসে এই অফিসার রীতিমতো নোটিশ টানিয়ে জানিয়ে দিয়েছেন, ‘‘আমি ঘুষ নিই না৷’’ সরকারি আধিকারিকের এই বিজ্ঞপ্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

তেলেঙ্গানার রিমনগরের অ্যাডিশনাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার এম অশোকের দফতরে ঢুকলেই চোখে পড়বে তাঁর মাথার ওপর লাগানো বড় একটি বিজ্ঞপ্তি৷ ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড সংস্থার ওই অফিসার লিখে লেখেছেন কাজ আদায়ের জন্য তাঁকে ঘুষ দিতে হয় না৷ তাঁর নিজের দফতরে ঢালাও চলে ঘুষ৷ তাতেই তিতিবিরক্ত হয়ে নোটিশ টাঙিয়ে ওই আধিকারিক জানিয়েছেন, ‘আমি ঘুষ নিই না৷’
নোটিশটি যাতে সবার চোখ পড়ে এবং সবাই বুঝতে পারে, তা নিশ্চিত করতে দু’টি ভাষায় বড়বড় করে লিখেছেন ঘুষ না নেওয়ার কথা৷ চেয়ারের পেছনের দেওয়ালে লাল লঙের বোর্ডে সাদা দিয়ে তেলুগু ও ইংরেজিতে লেখা, ‘আমি ঘুষ নিই না’৷ প্রায় মাসখানেক আগে লাগানো এই “গুরুত্বপূর্ণ” নোটিশ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ জানা গিয়েছে, গত 14 বছর ধরে এই অফিসার বিদ্যুৎ দফতরে কর্মরত৷ সাধারণ মানুষের ঘুষ দেওয়ার প্রস্তাবে অতিষ্ট হয়েই বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি৷ আশা করছেন, এবার এই অত্যাচার বন্ধ হবে৷

Previous articleএবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনলেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ
Next articleমহিলা সমিতির শীর্ষপদে বদল নেই , কমিটিতে 30 নতুন মুখ