Thursday, January 22, 2026

মঙ্গলে মহারাষ্ট্রের মহারায়

Date:

Share post:

মহারাষ্ট্র নিয়ে শীর্ষ আদালতের মহারায় মঙ্গলবার। এনসিপি-শিবসেনা-কংগ্রেসের আবেদনের জরুরি ভিত্তিতে সোমবার, সকালে, শুনানি হয় সুপ্রিম কোর্টে। আচমকা সাত সকালে এনসিপি-র দলছুট নেতাদের নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন এনসিপির অজিত পাওয়ার। রাজ্যপালের শপথ বেআইনি বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় এনসিপি-শিবসেনা-কংগ্রেসে। বিধানসভায় শক্তিপরীক্ষারও দাবি জানানো হয়। আদালতে শিবসেনার আইনজীবী কপিল সিব্বল ১৫৪ জনের স্বাক্ষর সহ হলফনামা পেশ করেন। এদিকে, বিচারপতি এন ভি রাভান্না, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে দেবেন্দ্র ফডণবীস ও বিজপির হয়ে সওয়াল করতে উঠে প্রাক্তন সলিসিটর জেনারেল মুকুল রোহতগি বলেন, বিজেপির সঙ্গে ১৭০ বিধায়কের সমর্থন রয়েছে। রাজ্যপাল তা দেখেছেন। তার পরেই বিজেপিকে শপথ নিতে ডাকা হয়। তাঁর মতে, সরকার গঠন নিয়ে রাজ্যপালের সিদ্ধান্ত আদালতের বিবেচনার ঊর্ধ্বে। যুক্তির সপক্ষে অজিত পাওয়ারের দেওয়া ৫৪জন এনসিপির বিধায়কের চিঠি পেশের কথা জানানো হয়।

সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের পাশাপাশি সোমবার সকালে রাজভভনে গিয়ে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান এনসিপি, শিবসেনা এবং কংগ্রেসের নেতারা। তাঁদের দাবি, এনসিপির ৫৪ জন বিধায়কের মধ্যে ৫১ জনই তাঁদের সঙ্গে রয়েছেন। অজিত পাওয়ারের দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেন তাঁরা। শিবসেনা ৬৪ জন, এনসিপি ৫১ জন এবং কংগ্রেস ৪৪ জন বিধায়কের স্বাক্ষর করা সম্মতিপত্র পেশ করেছে। সঙ্গে জমা দেওয়া হয়েছে সমাজবাদী পার্টির ২ জনের স্বাক্ষরও। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় তাদের রায় জানাবে সুপ্রিম কোর্ট।

spot_img

Related articles

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মানসিক শান্তি ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।...

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...

বৃহস্পতিবার বইমেলার মহোৎসবের সূচনা! মমতার নতুন বই ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন...