Friday, December 5, 2025

মঙ্গলে মহারাষ্ট্রের মহারায়

Date:

Share post:

মহারাষ্ট্র নিয়ে শীর্ষ আদালতের মহারায় মঙ্গলবার। এনসিপি-শিবসেনা-কংগ্রেসের আবেদনের জরুরি ভিত্তিতে সোমবার, সকালে, শুনানি হয় সুপ্রিম কোর্টে। আচমকা সাত সকালে এনসিপি-র দলছুট নেতাদের নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন এনসিপির অজিত পাওয়ার। রাজ্যপালের শপথ বেআইনি বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় এনসিপি-শিবসেনা-কংগ্রেসে। বিধানসভায় শক্তিপরীক্ষারও দাবি জানানো হয়। আদালতে শিবসেনার আইনজীবী কপিল সিব্বল ১৫৪ জনের স্বাক্ষর সহ হলফনামা পেশ করেন। এদিকে, বিচারপতি এন ভি রাভান্না, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে দেবেন্দ্র ফডণবীস ও বিজপির হয়ে সওয়াল করতে উঠে প্রাক্তন সলিসিটর জেনারেল মুকুল রোহতগি বলেন, বিজেপির সঙ্গে ১৭০ বিধায়কের সমর্থন রয়েছে। রাজ্যপাল তা দেখেছেন। তার পরেই বিজেপিকে শপথ নিতে ডাকা হয়। তাঁর মতে, সরকার গঠন নিয়ে রাজ্যপালের সিদ্ধান্ত আদালতের বিবেচনার ঊর্ধ্বে। যুক্তির সপক্ষে অজিত পাওয়ারের দেওয়া ৫৪জন এনসিপির বিধায়কের চিঠি পেশের কথা জানানো হয়।

সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের পাশাপাশি সোমবার সকালে রাজভভনে গিয়ে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান এনসিপি, শিবসেনা এবং কংগ্রেসের নেতারা। তাঁদের দাবি, এনসিপির ৫৪ জন বিধায়কের মধ্যে ৫১ জনই তাঁদের সঙ্গে রয়েছেন। অজিত পাওয়ারের দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেন তাঁরা। শিবসেনা ৬৪ জন, এনসিপি ৫১ জন এবং কংগ্রেস ৪৪ জন বিধায়কের স্বাক্ষর করা সম্মতিপত্র পেশ করেছে। সঙ্গে জমা দেওয়া হয়েছে সমাজবাদী পার্টির ২ জনের স্বাক্ষরও। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় তাদের রায় জানাবে সুপ্রিম কোর্ট।

spot_img

Related articles

‘বন্ধু’ পুতিনকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার মোদির, সফরে বিশেষ নজর ভারত-রুশ জ্বালানি সম্পর্কে

দুদিনের সফরে ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে...

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...