সংখ্যা প্রদর্শনে তিন দলের বিধায়কদের মহা-প্যারেড একটু পরেই

কাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র-রায়। তার আগে রাজভবনের উপর চাপ বাড়াতে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি বিধায়কদের মহাপ্যারেড প্রদর্শন শুরু হবে আজ একটু পরেই। হোটেল গ্র্যান্ড হায়াতে সব দলের বিধায়কদের ফটো সেশনে উপস্থিত থাকবেন শারদ পাওয়ার। সকালেই তিন দলের পক্ষ থেকে রাজভবনে গিয়ে দাবি করা হয়েছে, তাঁদের দিকেই সংখ্যাগরিষ্ঠ বিধায়ক। তাই তাদের সরকার গড়ার সুযোগ দিতে হবে। সন্ধ্যায় সেই সংখ্যা প্রমাণ করতেই মহাপ্যারেডের আয়োজন।

Previous articleঅজানা পোকার আতঙ্ক কাটাতে এলাকা পরিদর্শনে পতঙ্গ বিশেষজ্ঞ
Next articleসেচ দুর্নীতি মামলায় অজিত পাওয়ার যুক্তই নন: মহারাষ্ট্রের দুর্নীতি দমন শাখা