ভাইপো অজিতকে ‘ক্ষমা’ করলেন শরদ পাওয়ার

নাটক শেষ। অজিত পাওয়ার ফিরছেন এনসিপি-তে। মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ অজিত পাওয়ার দেখা করেন কাকা শরদ পাওয়ারের সঙ্গে। অনেকক্ষণ কথা হয়। সেখানে ছিলেন সুপ্রিয়া সুলে, প্রফুল প্যাটেল ও জয়ন্ত পাতিল। অজিতকে দ্রুত উপমুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিতে বলেন শরদ। একইসঙ্গে বলেন, বিজেপিসঙ্গ ছেড়ে এনসিপিতে ফিরে আসতে। শরদ পাওয়ার তখনই অজিতকে জানিয়ে দেন, তাঁকে ক্ষমা করে দেওয়া হয়েছে। একইসঙ্গে মঙ্গলবারের আস্থাভোটে এনসিপি’র হয়ে কাছে নামতে বলেন। অজিত পাওয়ার সব কথাতেই রাজি হয়েছেন।

এদিকে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার বেলা 4টার সময় বিজেপি-বিরোধী, শিবসেনা-কংগ্রেস ও এনসিপি পরিষদীয় দলের নেতা নির্বাচন হবে।

Previous articleফের মহা-নাটকীয় মোড়: ইস্তফা অজিতের, সম্ভাবনা ফড়নবিশেরও
Next articleকী কী কারণে পদত্যাগ করলেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার?