মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম রায় আর একটু পরেই

আজ সকাল থেকেই টানটান উত্তেজনা সুপ্রিম কোর্ট চত্বরে। বিজেপি নাকি তিন দলের জোট কে শেষ হাসি হাসবে জানা যাবে আর একটু পরেই। মহারাষ্ট্র নিয়ে সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের বিচারপতি রামান্না, অশোক ভূষণ ও সঞ্জীব খান্নার বেঞ্চ। ফড়নবিশ সরকারকে আদালত সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য কতটা সময় দেয় তাই এখন দেখার।

Previous articleশিবাজি পার্কে বৃহস্পতিবার উদ্ধবের শপথ বিকেল ৬.৪০মিনিটে
Next articleপ্রেসিডেন্সিতে জিতলেও রবীন্দ্রভারতীতে অস্তিত্ব-সংকটে এসএফআই