ত্রুপ্তির জেদ, যাবই শবরীমালায়

শবরীমালা যাব, প্রবেশ করব, দেখি কে আমায় আটকায়? সাফ জানালেন সমাজকর্মী ত্রুপ্তি দেশাই। দিনটি সংবিধান দিবস বলেই ত্রুপ্তি বেছে নিয়েছেন এই দিন। তিনি কোচি বিমান বন্দরে পৌঁছলে সেখানে বিক্ষোভকারীদের ভিড় জমতে শুরু করে। তার স্পষ্ট কথা, কে সাহায্য করবে কিংবা করবে না জানি না। আমি এবং আমার সঙ্গীরা শবরীমালা মন্দিরে যাব। যদিও পুলিশ তাদের কব্জায় নিয়ে নেয় কোচি বিমানবন্দর থেকেই। ত্রুপ্তির বক্তব্য, সুপ্রিম কোর্ট বলার পরেও কেন এই ধরনের আচরণ সহ্য করা হবে!

আরও পড়ুন-সংখ্যা জোগাড় না হলে আগামীকাল কি ইয়েদুরাপ্পার পথেই হাঁটবেন ফড়নবিশ?

 

Previous articleসংখ্যা জোগাড় না হলে আগামীকাল কি ইয়েদুরাপ্পার পথেই হাঁটবেন ফড়নবিশ?
Next articleআজ রাতেই বিধায়কদের নিয়ে জরুরি বৈঠকে বিজেপি