Sunday, November 16, 2025

স্বামী’র ‘দু:সময়ে’ স্ত্রী’র আবেগঘন কবিতা, সঙ্গে একরাশ মনের কথা।

মহারাষ্ট্রে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। কিন্তু রাজনৈতিক কূটকচালিতে শেষরক্ষা হয়নি৷ ফড়নবিশকে ইস্তফা দিতে হয়েছে মুখ্যমন্ত্রীর পদ থেকে৷

স্বামীর এই দুঃসময়ে পাশে দাঁড়ালেন স্ত্রী অম্রুতা৷ গত ৫ বছর স্বামী যেহেতু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন, তাই তিনিও ছিলেন রাজ্যের ফার্স্ট লেডি৷ ভেবেছিলেন, আরও পাঁচ বছর থাকবে সেই মর্যাদা। কিন্তু তা আর হলোনা। ফলে স্বামীর মতো অম্রুতাও খুইয়েছেন ‘ফার্স্ট লেডি’-র পদ।

আর তারপরই দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অম্রুতা ফড়নবিশ ট্যুইটরে লিখলেন একটি কবিতা৷ তিনি লিখেছেন,”আমরা আবার ফিরে আসবো৷ নিয়ে আসব একরাশ টাটকা বাতাস৷ এটা হেমন্ত, কালের পরিবর্তনের অপেক্ষা”।

হিন্দিতে এই ছোট্ট কবিতা ছাড়াও তিনি লিখেছেন আরও অনেক কথা। লিখেছেন, গত ৫ বছরের অভিজ্ঞতা খুবই সুখের ছিল৷ যা ভালবাসা পেয়েছি তাতে আমি আপ্লুত৷ আশা করি আমি আমার কাজ ঠিক করে করতে পেরেছি এবং রাজ্যবাসীকে নিরাশ করিনি৷ আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি৷ আপনাদের ‘বহিনি’র (মারাঠিতে বৌদিকে বলা হয়) ভূমিকা পালন করতে পেরে খুবই খুশি আমি৷

Related articles

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...
Exit mobile version