মুখ্যমন্ত্রিত্বের সময় কয়েক ঘন্টা বা হাতে গোনা কয়েকটি দিন। ভারতের রাজনীতিতে নানা সময়ে এমন ঘটনা ঘটেছে। সেই তালিকায় এবার ঢুকে পড়ল দেবেন্দ্র ফড়নবিশের নামও।

ভারতে সবচেয়ে কম সময়ের মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড জগদম্বিকা পালের। ১৯৯৮ সালে মাত্র একদিনের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ২০১৮ সালে বিএস ইয়েদুরাপ্পা কর্নাটকের মুখ্যমন্ত্রী হন দু’দিনের জন্য। এবার মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিশের দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ মাত্র তিনদিন।


স্বল্প সময়ের মুখ্যমন্ত্রিত্বের তালিকায় এছাড়াও আছে হরিয়ানার ওমপ্রকাশ চৌতালার পাঁচদিন, বিহারে সতীশপ্রসাদ সিংহর সাতদিন, মেঘালয়ে এসসি মারাকের তেরোদিন ও তামিলনাড়ুতে জানকী রামচন্দ্রনের তেইশ দিনের রেকর্ড।
