উদ্ধবের শপথে আমন্ত্রিতদের তালিকায় নাম মুখ্যমন্ত্রীর

নাটকীয় পালাবদলের পরে, এবার মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস যোগ। আর সেই জোট সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পাতিরবার বিকেলে শপথ নেবেন উদ্ধব ঠাকরে। মুম্বইয়ের শিবাজি পার্কে ওই শপথগ্রহণ অনুষ্ঠানের দেশের তাবড় রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ করা হবে। সূত্রের খবর, সেই তালিকায় নাম রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। ইতিমধ্যেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের তরফে আমন্ত্রণ করা হয়েছে কি না তা এখনও জানা যায়নি।

এদিকে, যে বিজেপির সঙ্গে জোট ভেঙে সরকার গঠন করছে শিবসেনা, তাদেরকেও আমন্ত্রণ জানাতে ভুলছে না তারা। শিবসেনা সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও শপথগ্রহণ অনুষ্ঠানে ডাকা হচ্ছে। উদ্ধব ঠাকরের তরফে আমন্ত্রণ পাচ্ছেন লালকৃষ্ণ আদবানী, মোহন ভাগবত রাও। শিবসেনা সূত্রের খবর, খুড়তুত ভাই রাজ ঠাকরেকেও আমন্ত্রণ জানাতে পারেন উদ্ধব। তালিকায় থাকছেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালরাও।

আরও পড়ুন-ভারত-বিরোধিতায় ফের রাষ্ট্রসংঘে মুখ পুড়ল পাক সরকারের

 

Previous articleভারত-বিরোধিতায় ফের রাষ্ট্রসংঘে মুখ পুড়ল পাক সরকারের
Next articleজয়প্রকাশ-নিগ্রহের ঘটনাকে দলের একাংশও মনে করছে ‘রহস্যজনক’