গডসে নিয়ে মন্তব্যের জের, সংসদীয় কমিটি থেকে সাধ্বী প্রজ্ঞাকে সরাল বিজেপি

নাথুরাম গডসে নিয়ে লোকসভায় বিতর্কিত মন্তব্যের জন্য ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের নিন্দা করল বিজেপি। নেওয়া হল শাস্তিমূলক ব্যবস্থাও। লোকসভার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটি থেকে সরিয়ে দেওয়া হল সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে।

বুধবার ভরা লোকসভায় মহাত্মা গান্ধির আততায়ী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদস্য নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলে উল্লেখ করেন করেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। পরে তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। তার ঢেউ পৌঁছে যায় সোশ্যাল মিডিয়াতেও। ওই মন্তব্যের জেরে দল যে প্রজ্ঞার পাশে নেই, সাংবাদিকদের তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা। বিজেপি সূত্রেও জানানো হয়, লোকসভায় প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটি থেকে প্রজ্ঞাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু দিন আগেই প্রজ্ঞাকে আনা হয়েছিল ওই কমিটিতে।

Previous article‘বিজেপি-মুক্ত’ বাংলা গড়ার লক্ষ্যে সফল মমতা, কণাদ দাশগুপ্তর কলম
Next articleআজ সন্ধেয় শপথ নেবেন উদ্ধব, সঙ্গে মন্ত্রীপদে হাফ ডজন