আবার দেশের সবচেয়ে দামি সংস্থা মুকেশের রিলায়েন্স

একদিকে ভাই অনিল আম্বানির সংস্থা যখন দেউলিয়া হতে চলেছে তখন নতুন নতুন মাইলফলক ছুঁয়ে ফেলছেন মুকেশ আম্বানি। তার সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাজারের মূলধনের অঙ্কে সব সংস্থাকে টপকে শীর্ষে চলে গেল। এই মুহূর্তে সংস্থার মূলধনের পরিমাণ ১০লক্ষ কোটি টাকা। যার অর্থ এই মুহূর্তে দেশের সবচেয়ে মূল্যবান সংস্থা হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তার থেকে অনেক পিছিয়ে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। বাজার তার মূলধনের পরিমাণ ৭.৮৪ কোটি টাকা। তারপরই রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক তাদের মূলধনের পরিমাণ ৭.২শতাংশ। অথচ গত বছরই দেশের সবচেয়ে মূল্যবান সংস্থার তকমা পেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। গত বছর তার মূলধনের পরিমাণ ছিল ৯লক্ষ কোটি টাকা। পরের চারটি স্থানে রয়েছে যথাক্রমে হিন্দুস্তান ইউনিলিভার, এইচডিএফসি, আইসিআইসি ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Previous articleতিনে তিন মিলিয়ে মেগাহিট “বিশ্ব বাংলা সংবাদ”
Next articleসবুজ ঝড়ের পরেও সিপিএম বলল মানুষ তৃণমূলকে চায় না