সবুজ ঝড়ের পরেও সিপিএম বলল মানুষ তৃণমূলকে চায় না

তিনে তিন হওয়ার পরেও বামেদের বোধোদয় হলো না। তিন উপনির্বাচনে সবুজ ঝড়ের পরেও সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, মানুষ তৃণমূলকে চায় না, চায় বিকল্প শক্তিকে। তৃণমূল লুটেরা পার্টি, তোলাবাজির পার্টি, মানুষের গণতন্ত্র লুঠ করেছে।চোখ রাঙাচ্ছে। মানুষ বিকল্প খুঁজেছে এটা লোকসভা ভোটে স্পষ্ট হয়েছে। আমরা যাই বলি না কেন, তখন মানুষ আমাদের বিশ্বাস করেনি। ভরসা করেছিল বিজেপিকে। কিন্তু তৃণমূলের বিকল্প যে বিজেপি হতে পারে না, তা মানুষ বিজেপিকে হারিয়ে বুঝিয়ে দিয়েছে। বরং এনআরসির বিরুদ্ধে লড়াই হোক, কৃষি, শিক্ষা, চাকরি, জমি নিয়ে লড়াই হোক। বামেদের পাশে পাবেন মানুষ। এখানেও বিপদ ওখানেও বিপদ। এখানে তৃণমূল ওখানে বিজেপি, দুই শক্তিকেই হারাতে হবে।

Previous articleআবার দেশের সবচেয়ে দামি সংস্থা মুকেশের রিলায়েন্স
Next articleপুনর্মুষিক ভব