কন্যাশ্রী, রূপশ্রী-র পরে ‘জাগো’, মিসড কলেই মিলবে অনুদান

মহিলাদের উন্নয়নের জন্য নয়া প্রকল্পের সূচনা করল রাজ্য সরকার। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রীর পরে এবার ‘জাগো’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এর নামকরণ করেছেন। শুক্রবার থেকে প্রকল্পের কাজ শুরু হল। রাজ্যেকর পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে এই প্রকল্পের কথা মাস দুয়েক আগেই বিধানসভায় ঘোষণা করেছিলেন মুখ্যকমন্ত্রী। সরকারের দাবি, এই প্রকল্পে বাংলার ১ কোটি মহিলা উপকৃত হবেন।

নয়া প্রকল্পের সুবিধা পেতে কোনও সরকারি মাধ্যম রাখা হয়নি। অর্থাৎ ‘জাগো’ প্রকল্পের সুবিধা পেতে কোনও প্রশাসনিক ভবন বা দফতরে ঘুরতে হবে না। শুধু একটা মিসড কলেই মিলবে নয়া সুবিধা। ৭৭৭৩০০৩০০৩ নম্বরে মিসড কল করে বা JAAGO টাইপ করে মেসেজ পাঠালেই অনুদানের বিষয়ে জানা যাবে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই নয়া প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা করা হয়েছে। ‘জাগো’-র অধীন ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫০০০ টাকা করে অনুদান দেওয়া হবে।

Previous articleচুরি এবার রাষ্ট্রপতি ভবনেই
Next articleরাস্তায় নেমে এল বিজেপির কোন্দল