চুরি এবার রাষ্ট্রপতি ভবনেই

রাষ্ট্রপতি ভবনের চুরি। চুরি হয়ে গেল জলের পাইপ। দিল্লি পুলিশ জানিয়েছে জোরবাগ এলাকায় রাষ্ট্রপতি ভবনের ২৩ ও ২৪নম্বর গেটের কাছে পাইপগুলি রাখা ছিল। ঠিকাদার কর্মীরা রেখেছিলেন। সেইগুলিই চুরি হয়েছে। ২০-২২টি পাইপ চুরি হয়েছে বলে জানা গিয়েছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে চুরির ঘটনা। তাই দেখেই অনুসন্ধান চলছে। জানা গিয়েছে সুইফট ডিজার গাড়িতে এসেছিল। চোরের দলের একজনকে প্রথমে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে অন্যদেরও নাম জানা গিয়েছে। পরে বিহার থেকে মিথিলেশ, আমেথি থেকে ক্যাব চালক রাকেশ তেওয়ারি এবং দিল্লি থেকে গুড্ডু নামের এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে জলের পাইপ গুলো তারা মিরাটে বিক্রিও করে ফেলে বলে জানিয়েছে।

Previous articleঠাকরে-রাজ ঠেকাতে হিন্দু মহাসভার মামলা খারিজ সুপ্রিম কোর্টে
Next articleকন্যাশ্রী, রূপশ্রী-র পরে ‘জাগো’, মিসড কলেই মিলবে অনুদান