ঠাকরে-রাজ ঠেকাতে হিন্দু মহাসভার মামলা খারিজ সুপ্রিম কোর্টে

মহারাষ্ট্রে বিজেপি-বিরোধী সরকার গঠন আটকাতে পিছনের দরজা দিয়ে বিজেপির খেলাও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷ সরকার গঠনের জন্য শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের ভোট-পরবর্তী জোটকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ করা এক আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টে। শুক্রবার এই আবেদনটি খারিজ করে শীর্ষ আদালত জানায়, যে কোনও রাজনৈতিক দলেরই জোটবদ্ধ হওয়ার অধিকার আছেন সেই অধিকার আদালত খর্ব করতে পারে না।
বিচারপতি এন ভি রমনা, অশোক ভূষণ এবং সঞ্জীব খান্নার বেঞ্চ মামলা খারিজ করে বলেছে, “সাংবিধানিক নৈতিকতা আর রাজনৈতিক অধিকার আলাদা।গণতন্ত্রে রাজনৈতিক দলগুলির অন্যান্য দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার অধিকার হ্রাস করতে আদালত পারে না”।

সুপ্রিম কোর্টে মামলাটি করে অখিল ভারত হিন্দু মহাসভার প্রমোদ পণ্ডিত যোশী৷ যোশীর আইনজীবীকে বিচারপতি জানান, “ভোট-পরবর্তী জোটের ব্যাপারে আদালতের হস্তক্ষেপে আশা করবেন না। কারণ সেখানে আদালতের কোনও এক্তিয়ার নেই৷

সেই সিদ্ধান্ত জনসাধারণ নেবে৷

Previous articleডেবরায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল
Next articleচুরি এবার রাষ্ট্রপতি ভবনেই