Saturday, January 17, 2026

রাস্তায় নেমে এল বিজেপির কোন্দল

Date:

Share post:

বীরভূমে বিজেপির গোষ্ঠীকোন্দল নেমে এল রাস্তায়। বর্তমান জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের অপসারণ চেয়ে সিউড়িতে বিক্ষোভ মিছিল করেন বিজেপি কর্মীরা। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে দলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। দলের মধ্যে অনুগামী তৈরি করে অযোগ্য লোকের হাতে মণ্ডল কমিটি পরিচালনার দায়িত্ব দিয়েছেন। যদিও বীরভূম জেলা সভাপতি এই অভিযোগ উড়িয়ে জানিয়েছেন, কর্মীদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যেটা বসে মিটিয়েও নেওয়া হবে।
বীরভূম জেলার চল্লিশটি মণ্ডলের মধ্যে ৩৬টিতে নতুন মুখ এনেছেন শ্যামাপদ মণ্ডল। আর এতেই শুরু হয়ে গিয়েছে গোষ্ঠীকোন্দল। শুক্রবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো বিজেপি কর্মী সিউড়িতে হাজির হন। জেলায় স্কুল মাঠ থেকে বিজেপির ডাঙালপাড়া নির্বাচনী কার্যালয় মিছিল করেন তাঁরা। মিছিল থেকে শ্যামাপদ মণ্ডলের বিরুদ্ধে স্লোগানও ওঠে।

বিক্ষোভ কর্মসূচি চলার সময় বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে কথা বলতে হাজির হন দলের যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি ধ্রুব সাহা এবং জেলা নেতা অতনু চট্টোপাধ্যায়। তবে, বিক্ষোভকারীরা দাবি করছেন, বর্তমান জেলা সভাপতিকে গোটা নির্বাচন প্রক্রিয়া বাতিল করতে হবে। শুধু রাস্তায় নেমেই নয় সোশ্যাল মিডিয়াতেও অনেক নেতা-কর্মীরা দলের বর্তমান সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেছেন।

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...