লাইনে কাজের জন্য ৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

রেললাইনে কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে দক্ষিণ পূর্ব শাখায়। এর জেরে একজোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি দূরপাল্লার গাড়ি সময়সূচির পরিবর্তন করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই রেললাইনে কাজ চলার কারণে রেল পরিষেবা ব্যাহত হচ্ছে। এবার হাওড়ার কারশেড এলাকায় কাজের জন্য টানা ৮ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। এরজেরে

• আপ ও ডাউন পাঁশকুড়া লোকাল বাতিল করা হয়েছে।

• ইস্পাত এক্সপ্রেস সকাল ৬টা ৫৫মিনিটের পরিবর্তে সকাল ৯টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

• ফলকনুমা এক্সপ্রেস ৭টা২৫মিনিটের বদলে ৯টা ১০মিনিটে ছাড়বে।

• দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়বে।

এছাড়াও রবিবার সকালে, খড়্গপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনে ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হবে।

Previous articleআপনাকে আর দাঁড়াতে হবে না টোল প্লাজায়, কিন্তু কেন?
Next articleহায়দরাবাদ ধর্ষণকণ্ডের আঁচ রাজ্যে