রাজ্যের তিন উপনির্বাচনে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। পিকে ম্যাজিকে কার্যত কুপোকাত দিলীপ ঘোষের শিবির। যেখানে লোকসভায় এত ভাল ফল করেছিল বিজেপি তারপর বিজেপির এরকম হাল কেন হল তার জবাব চাইতেই শহরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি সূত্রে খবর আগামী ৭ ডিসেম্বর কলকাতায় বিজেপির রাজ্য নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসবেন শাহ।

সূত্রের খবর অমিত শাহের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল সিনহা, মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার থেকে জেলার প্রথম সারির নেতৃবৃন্দ। উপনির্বাচনে বিজেপির হারের ‘পোস্টমর্টেম’ হবে এই বৈঠকে এমনটাই মনে করা হচ্ছে।
