হায়দরাবাদের ঘটনায় প্রতিবাদী সেইসব তারকা গেলেন কোথায়?

হায়দরাবাদে ধর্ষণ ও খুন হওয়ার পর নিহত তরুণীর ঘাতকদের শাস্তি চেয়ে বিপ্লব কোথায় দেশজুড়ে? কথায় কথায় ধর্মনিরপেক্ষতার জ্ঞান যারা দেন, কিছু ধর্ষণের ক্ষেত্রে মিছিল বা টুইটে সরব হন, তারা নীরব কেন? এনিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি তুলনাও শুরু হয়েছে কাশ্মীরের একটি ধর্ষণে কোন কোন তারকা কতবার টুইট করেছেন। এবং এখন নীরব। এদের এই আচরণ বৈপরীত্য সমাজে আরও বেশি ভেদাভেদ সৃষ্টি করছে। একাধিক মহলের মতে হায়দরাবাদের ঘটনায় সাধারণ মানুষ সরব। কিন্তু বুদ্ধিজীবী মহলে অনেকের নীরবতা চোখে লাগছে। এমনকি তুলনামূলক টুইটের সংখ্যাও চার্ট করে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যে বুদ্ধিজীবীরা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সেজে ঘুরে বেড়ান, মূলত তাদের একাংশের ক্ষেত্রেই রহস্যময় নীরবতার অভিযোগ।

Previous articleমহারাষ্ট্রের বিরোধী দলনেতা হলেন ফড়নবিশ, বললেন অপেক্ষা করুন ফিরবই
Next articleউপনির্বাচনে হার, জবাব চাইতে শহরে আসছেন অমিত শাহ