দ্রুত বিচারে দৈনিক শুনানি চাই, সারদামামলায় দাবি কুণালের

বারাসাতে এম পি, এম এল এ বিশেষ আদালতে বিচারক সঞ্জীব দ্বারুকার এজলাসে সারদামামলায় কুণাল ঘোষের আর্জি:” দৈনিক শুনানি চাই। দীর্ঘমেয়াদি প্রক্রিয়া চলতে পারে না। কোর্টে কোর্টে ঘুরে বেড়াতে হচ্ছে। রোজ শুনানি হোক।” তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতের সামনে এই দাবি সবিস্তারে বলেন। বিচারক কার্যত তাতে সাড়া দিয়ে সরকারপক্ষকে বলেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। উল্লেখ্য, এখানে সবকটিই রাজ্য সরকারের মামলা চলছে।

আদালতের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুণাল বলেন,” এই মামলাগুলি নৈতিকভাবে চলতে পারে না। কারণ যে রাজীবকুমারের নেতৃত্বে এইসব তদন্ত হয়েছিল, তাঁর বিরুদ্ধেই তদন্ত চলছে। তিনি সঠিকভাবে তদন্ত করেন নি বলেই তো অভিযোগ। সুপ্রিম কোর্টেও এই মর্মে হলফনামা জমা পড়েছে। রাজীবের তৈরি করা কাগজপত্রে আমি কোর্টে কোর্টে ঘুরে হয়রান হচ্ছি।” কুণাল আরও বলেন,” এই আদালতের উপর এখনও পর্যন্ত আস্থা আছে। তাই মামলাগুলি রাজীবদের উদ্দেশ্যপ্রণোদিত হলেও আমি লড়ব। দৈনিক শুনানি চাই। তাড়াতাড়ি শেষ হোক মামলা। আমি জ্ঞানত কোনো অপরাধ করি নি। দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ চাই।”

আরও পড়ুন-কৃতজ্ঞতা-ধন্যবাদ জানাতে খড়গপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 

Previous articleকৃতজ্ঞতা-ধন্যবাদ জানাতে খড়গপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী
Next articleপ্রতারণার অভিযোগে কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান