বাগুইআটি উড়ালপুলে একটি বড়নফাঁককে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে এলাকাবাসী, গাড়িচালক ও যাত্রীদের মধ্যে। উড়ালপুলে ফাটল দেখা দিয়েছে বলে রটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর ট্রাফিক পুলিশের তদন্তকারি দল। তাদের তরফে উড়ালপুলটি খতিয়ে দেখা হয়েছে।

পূর্ত দপ্তরের এক আধিকারিকের জানান, ‘নির্মাণের সময় থেকে উড়ালপুলে কয়েকটি ফাঁক রয়েছে এবং তাঁর প্রয়োজনও রয়েছে। এছাড়া এখনও কোনও ফাটল মেলেনি। তার জেরে উড়ালপুলে যান চলাচল বন্ধ করা বা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সম্ভাবনা নেই বলেও জানান ওই আধিকারিক।
