ভারতের অর্থনীতিকে বাঁচাতে পারেন ঈশ্বরই, জেলে বসে টুইট চিদম্বরমের

জেলবন্দি কিন্তু তাও রাজনৈতিকভাবে এখনও সচেতন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিহাড় জেলে বসেই কেন্দ্রীয় সরকারের যেকোনও নীতির কঠোর সমালোচনা করে চলেছেন তিনি।

সোমবার লোকসভায় জিডিপি নিয়ে নতুন তত্ত্ব পেশ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ভবিষ্যতে দেশের অর্থনীতি নির্ধারণে জিডিপি মাপকাঠি হবে না বলে মত প্রকাশ করেন তিনি।

বিজেপি সাংসদের এহেন তত্ত্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। এই প্রেক্ষিতে টুইট করেছেন প্রাক্তন অর্থমন্ত্রীও। মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেল পি চিদম্বরম লেখেন, ‘জিডিপি অপ্রাসঙ্গিক, পার্সোনাল ট্যাক্স কমানো হচ্ছে, বাড়ছে আমদানি শুল্ক- বিজেপির এসব অর্থনীতির সংস্কার একমাত্র বাঁচাতে পারেন ঈশ্বরই।’

Previous articleযাদবপুরের পর এবার চারু মার্কেট, শহরে বেড়েই চলেছে ATM জালিয়াতি
Next articleবর-কনেকে উপহার ৩০ কেজি পেঁয়াজ!