চাঁদের মাটিতে মিলল বিক্রমের ধ্বংসাবশেষ

চাঁদের মাটিতে মিলল চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের খোঁজ। পেয়েছে নাসা। ধরা পড়েছে নাসার উপগ্রহ এলআরও ক্যামেরায়। ছবি প্রকাশ করে নাসা দেখিয়েছে কোথায় চন্দ্রযানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। ছবিতে জায়গাটি সবুজ-নীল রঙ দিয়ে দেখানো হয়েছে। ২৬ সেপ্টেম্বর বিক্রম ভেঙে পড়ে। এলআরও ক্যামেরার ছবিটি ইঞ্জিনিয়ার সম্মুগা সুব্রহ্মণ্যম দেখে দাবি করেন, এটিই ভেঙে পড়া বিক্রম। নাসার বিজ্ঞানীরা সম্মুগাকে সমর্থন করেছেন। গত ৭ সেপ্টেম্বর চাঁদে সফট ল্যান্ডিং করার দু’কিলোমিটার আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনুমান ছিল চাঁদের বুকে ভেঙে পড়েছে বিক্রম।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next article১৮ হাজার বছর আগের অক্ষত কুকুর!