১৮ হাজার বছর আগের অক্ষত কুকুর!

১৮ হাজার বছর আগেকার কুকুর! এবং প্রায় অক্ষত! হ্যাঁ, তেমনটাই দাবি বিজ্ঞানীদের। পূর্ব সাইবেরিয়ার লাভ ডেলানে। কিন্তু বিতর্ক এটি কুকুর না নেকড়ে?বিজ্ঞানীরা বলছেন এই প্রাণীটির মৃত্যুর সময় বয়স ছিল মাত্র ২মাস। গায়ের লোম, চোখ, নাক ইত্যাদি প্রায় অক্ষত। প্রাণীটি নেকড়ে আর কুকুরের মাঝে যোগসূত্র হতে পারে। রেডিও কার্বন ডেটিং ব্যবহার করে বোঝা গিয়েছে এটি কম করে ১৮হাজার বছরের দেহ। জিনোম বিশ্লেষণ করে বোঝা গিয়েছে এটি পুরুষ। তাঁরা জানার চেষ্টা করছেন, নেকড়ে থেকেই কি কুকুরের উৎপত্তি কি না ? কবে থেকে কুকুর গৃহপালিতই বা হল? চলছে গবেষণা আর পরীক্ষা-নিরীক্ষা। দারুণ এক সত্যের মুখোমুখি হতে পারে বিজ্ঞান জগত।

Previous articleচাঁদের মাটিতে মিলল বিক্রমের ধ্বংসাবশেষ
Next articleপ্রথম আন্তর্জাতিক ম্যাচেই নেপালের অঞ্জলির বিশ্বরেকর্ড