আজহারের বকেয়া মিটিয়ে দিতে উদ্যোগী মহারাজ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর রবিবার ছিল বিসিসিআইয়ের প্রথম বার্ষিক সাধারণ সভা। সেখানে সুপ্রিম কোর্ট রাজি থাকলে সৌরভের মেয়াদ 2024 পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি সমস্ত বকেয়া মিটিয়ে নেওয়ার আলোচনাও হয়েছে এদিন। যার মধ্যে অন্যতম হল আজহারউদ্দিনের বকেয়া।

মহম্মদ আজহারউদ্দিনের প্রাপ্য দেড় কোটি টাকা দিয়ে দেওয়ার কথা ভেবেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। মাঝে সব ক্রিকেটারকে অনুদান হিসেবে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। দেড় কোটি টাকার সঙ্গে এই অনুদানের টাকা আজহারউদ্দিনকে ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, লোধা কমিটির সুপারিশ বদর সংক্রান্ত বিসিসিআইয়ের শুনানি ও তার ফয়সালা চলতি সপ্তাহে হয়ে যাবে বলেই আশাবাদী বিসিসিআই। সম্ভবত শুনানি হতে পারে আজ, মঙ্গলবার। রায়ও দ্রুত পাওয়া যাবে বলে মনে করছেন বোর্ডের সদস্যরা। তবে এসবের মাঝে ভারতের প্রাক্তন ক্রিকেটারের বকেয়া মিটিয়ে দিতে উদ্যোগী প্রেসিডেন্ট সৌরভ।

Previous article১৩০ বছর! জানেন কি, বাংলার প্রথম শহিদের আজ জন্মদিন?
Next articleআজ মরশুমের শীতলতম দিন