মিছিল ঘিরে ধুন্ধুমার শিয়ালদহ চত্বর

ফের প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার মহানগর। বুধবার দুপুরে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে শিয়ালদহ চত্বরে মিছিলের আয়োজন করা হয়। মেটিয়াবুরুজে আরএসএস কর্মী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে শিয়ালদহ থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ। কিন্তু অভিযোগ সেই মিছিলের কোনও অনুমতি ছিল না। এর জেরে বাধা দেয় পুলিশ।


সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের বচসা বাধে। বিক্ষোভকারীদের আটক করতে গেলে, শিয়ালদহ চত্বরের বিভিন্ন গলিতে ঢুকে পড়েন তাঁরা। পরে ফের এনআরএস মেডিক্যাল কলেজের সামনে জড়ো হয়ে মিছিল শুরু করে হিন্দু জাগরণ মঞ্চ। সেই মিছিল মৌলালি মোড়ের কাছে পৌঁছতেই আটকে দেয় পুলিশ। তখনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। এর জেরে মধ্য কলকাতার ব্যস্ত রাস্তা এপিসি রোড রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে হিন্দু জাগরণ মঞ্চের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে।

Previous articleকেজরিওয়ালকে প্রকাশ্যে ‘মিথ্যাবাদী’ বললেন গম্ভীর
Next articleআসাদউদ্দিন ওয়াইসি’র বিজেপি যোগ ফাঁস