মরশুমের শীতলতম দিন

আজ, ৫নভেম্বর মরশুমের শীতলতম দিন। পারদ বলছে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে পারদ ১৫ডিগ্রিতে নামতে পারে বলে আবহাওয়া দফতরের খবর। দক্ষিণের জেলাগুলিতেও একলাফে নেমেছে পারদ। তবে এই অবস্থা চলবে আগামী কাল অবধি। তারপর ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা কিছুটা বাড়বে। বুধবারের আগে পর্যন্ত কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল ১৮ডিগ্রির আশপাশে। বুধবার সকাল থেকেই হিমেল হাওয়া বইতে শুরু করে। গতকাল ১৭ডিগ্রি থাকার পর আজ ১৫ ডিগ্রিতে নেমে এসেছে। আলিপুর আবহা দপ্তরের অনুমান ১৫ ডিসেম্বরের পর থেকেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়বে।

Previous articleসুন্দরের মাথায় আর এক পালক
Next articleকেন্দ্রীয় তথ্যই বলছে মমতার নেতৃত্বে রাজ্যে ৬-শতাংশ গরিবি কমেছে