হায়দরাবাদ এনকাউন্টারের বিরোধিতায় পরিচালক অনিকেত

হায়দরাবাদে পুলিশের গুলিতে চার ধর্ষক ও খুনির নিহত হওয়ার বিরোধিতা করে অনিকেত চট্টোপাধ্যায় পোস্টে লিখেছেন: পুলিশ অভিযুক্ত ৪ জন কে নিয়ে যাচ্ছে ঘটনা স্থলে। কেমন করে এই ঘটনা ঘটেছে তা জানতে। স্বভাবতই অভিযুক্তদের কাছে বন্দুক পিস্তল নেই। তারা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলো। পুলিশ গুলি চালালো। ১ জন ও বেঁচে নেই, প্রত্যেকে মারা গেছে। নাটকটা অত্যন্ত কাঁচা। সব্বাই জানে কী ঘটেছে। encounter killing নতুন কথা নয়। কিন্তু প্রশ্ন অন্যখানে। ১) তাহলে বিচার ব্যবস্থার কি দরকার আছে? তুলে দিলেই হয়। ২) এর পেছনে কোনও বিধায়ক সাহেবের পুত্র ব সাংসদের শালা জড়িত ছিল না তো? তাদের কে বাঁচাতেই কি মরতে হলো এদের? ৩) আশারাম বাপু থেকে উন্নাও এর সেনেগর, এক যাত্রায় পৃথক ফল কেন? ৪) প্রতিবাদী মানুষদের প্রথমে অভিযুক্ত করে, পরে encounter করলে আবার মোমবাতি মিছিল করবেন না তো?
আমি এই encounter killing এর বিরুদ্ধে। বৃহত্তর সমাজ, মিডিয়া বা পুলিশের কোনও এক্তিয়ার নেই বিচার ব্যবস্থাকে নিজের মত করে ব্যবহার করার। এর ফল সুদুর প্রসারী হতে বাধ্য।
জানি রে রে করে মাঠে নেমে পড়বেন ঘেউ এর দল তবুও আমি এই encounter killing এর বিরোধিতা করছি।

Previous articleটি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া
Next articleউত্তরপ্রদেশ পুলিশের শেখা উচিত,ধর্ষক-এনকাউন্টারের সমর্থনে বললেন মায়াবতী