Wednesday, August 27, 2025

টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া

Date:

Share post:

দুরন্ত ফর্মে থেকে আজ, শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত। সিরিজের প্রথম ম্যাচ হবে হায়দারাবাদে। টেস্ট ও একদিনের ফরম্যাটে দুরন্ত গতিতে বিরাটদের রেসের ঘোড়া ছুটলেও কুড়ি-বিশের লড়াইয়ে একটু কম ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং-এ পাঁচ নম্বরে রয়েছে বিরাট শিবির। আগামী বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের ঝালিয়ে দল গুছিয়ে নিতে চায় ভারত।

চলতি সিরিজে সকলের নজর থাকবে বিশেষত লোকেশ রাহুল ও ঋষভ পন্থের দিকে। চোটের জন্য ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলবেন না শিখর ধাওয়ান। এর পাশাপাশি বিগত দু’বছর পর কামব্যাক করতে চলেছেন মহম্মদ শামি। বাংলার এই পেসার বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছে। যে কোনও বিপক্ষ দলের ত্রাস হয়ে উঠেছেন শামি। তাই কুড়ি-বিশের ফরম্যাটেও ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদবদের সঙ্গী হতে চলেছেন তিনি। তবে ঋষভের দিকে সকলের নজর থাকলেও প্রত্যেকবারের মতো এবারও তাঁর পাশে রয়েছেন ক্যাপ্টেন বিরাট কোহলি। প্রাক-ম্যাচ সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ঋষভের পাশে রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে বিরাট কোহলিকে ভয় না পেয়ে সামনের দিকে দলকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘কোহলিকে নিয়ে দলের বোলারদের মধ্যে একটা ভীতি রয়েছে। তাই আমি বলেছি, কোহলিকে নিয়ে বেশি না ভেবে নিজেদের পারফরম্যান্সে মনোনিবেশ যেন করা হয়। তাহলেই সাফল্য আসবে। তবে এ কথা স্বীকার করতেই হবে যে, বিরাটকে আউট করাই আসল চ্যালেঞ্জ।’ এখন সেই চ্যালেঞ্জে ক্যারিবিয়ান বোলাররা উত্তীর্ণ হতে পারেন কিনা, সেটাই দেখার। সব মিলিয়ে শুক্রবারেই টি-টোয়েন্টি ম্যাচে স্বাভাবিকভাবেই ভারত ফেভারিট, তা বলাই যায়। এখন জয় কোন দলের আসে, সেটাই দেখার।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...