হায়দরাবাদ পুলিশ যা করেছে তা দেখে শেখা উচিত উত্তরপ্রদেশ পুলিশের। তেলেঙ্গানায় পশু-চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত চার যুবককে এনকাউন্টারে মারা সমর্থন করে বললেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। তাঁর মতে, হায়দরাবাদ পুলিশ ঠিক কাজই করেছে ধর্ষকদের এনকাউন্টারে মেরে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও বিঁধতে ছাড়েননি মায়াবতী। বলেছেন, যোগী রাজ্যে একের পর এক মহিলার উপর নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ অপরাধ আটকাতে ব্যর্থ। কোনও ঘটনা ঘটলেও পুলিশ নিষ্ক্রিয় থাকে। উল্টে ধর্ষকদের সঙ্গেই অতিথির মত ব্যবহার করা হয়। এটা খুবই দুর্ভাগ্যজনক।
উত্তরপ্রদেশ পুলিশের শেখা উচিত,ধর্ষক-এনকাউন্টারের সমর্থনে বললেন মায়াবতী
Date:
Share post: