আজ ৬ ডিসেম্বর, অতীত ভুলে দেশের ঐতিহ্য মেনে সর্বত্র বজায় থাকুক সম্প্রীতি

আজ ৬ ডিসেম্বর। ভারতের ইতিহাসে এক “কালো দিন”।
অযোধ্যায় বিতর্কিত কাঠামো ধ্বংসের আজ ২৭ বছর পূর্তি। ১৯৯২ সালের এই দিনে অযোধ্যার বিতর্কিত কাঠামো ধ্বংস করা হয়েছিল। এই পরিস্থিতিতে অযোধ্যা-সহ গোটা দেশে নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হয়েছে। অযোধ্যায় সব মানুষের উপরেই নজরদারি চালানো হচ্ছে এবং সন্দেহজনক ব্যক্তিদের অনুসন্ধানও করা হচ্ছে।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি সুপ্রিম কোর্টে ওই বিতর্কিত জমি নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে। রাম জন্মভূমির পক্ষেই রায় হয়েছে।

এখন বিশ্ব বাংলা সংবাদ সংস্থা আশা রাখে, অতীত ভুলে আমাদের দেশের ঐতিহ্য মেনে সর্বত্র সম্প্রীতি বজায় থাকুক।

Previous articleসাজানো এনকাউন্টার হলেও আমজনতা সাধুবাদ জানাচ্ছে হায়দরাবাদ পুলিশকে
Next articleওয়ারাঙ্গালের রেপ্লিকা যেন হায়দরাবাদে